এসএম নাইমুল ইসলাম জিহাদ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া প্রতিযোগিতায় ছিল ২০০ মিটার ও ৪০০ মিটার দৌড়, বর্ষা নিক্ষেপ, উচ্চ লাফ, মিউজিক চেয়ার ইত্যাদি ছেলে-মেয়েদের পৃথকভাবে ভাগ করে ৩৬ টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়েছে। সারা দিনব্যাপি খেলা চলার পর বিকাল বেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেন, অধ্যক্ষ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবু হানিফ, সম্পাদক শিক্ষক পরিষদ, প্রফেসর দিলারা আক্তার খান, সভাপতি ও আহবায়ক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মোশাররফ হোসাইন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী প্রমুখ। শিক্ষকদের ব্যাডমিন্টন খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন জনাব মাহমুদুর রহমান ভূঞা, বিভাগীয় প্রধান ইসলামিক স্টাডিজ বিভাগ ও জনাব মোহাম্মদ শামসুজ্জামান, প্রভাষক, ইতিহাস।