সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ডিবেটিং ক্লাবের আজ একবছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আওলাদ জিসান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব গ্রহণ করেছেন অর্থনীতি বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী সাবরিনা সুলতানা।
কলেজ ক্যাম্পাসে বিতার্কিকদের নবীন বরণ অনুষ্ঠানে ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে এই কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ, শিক্ষকবৃন্দ এবং ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যরা। নতুন কমিটির সদস্যরা তাদের দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন এবং কলেজে বিতর্ক চর্চাকে আরও এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন।
আজ ২৩ ফেব্রুয়ারি ২০২৫, একটি ছোট আনুষ্ঠানিকতার মাধ্যমে অধ্যক্ষ ম্যামের অনুমোদিত ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ চূড়ান্তভাবে গঠিত হয় আগামী এক বছরের জন্য।
নতুন কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা:
সিনিয়র সহ-সভাপতি: ফাহিমুল ইসলাম
সহ-সভাপতি: আশিকা জান্নাত
যুগ্ম সাধারণ সম্পাদক: আলমগীর আদনান ইফতি
যুগ্ম সাধারণ সম্পাদক: মো. হৃদয় হোসেন
সাংগঠনিক সম্পাদক: মো. শাহরিয়ার আজিম
দপ্তর সম্পাদক: আলিফুল ইসলাম আলিফ
অর্থ সম্পাদক: প্রত্যাশা অন্তরা
প্রচার সম্পাদক: আবির
কার্যনির্বাহী সদস্য: হেমায়েত হোসেন হৃদয়
এই নতুন কমিটি আগামী এক বছর ক্লাবের দায়িত্ব পরিচালনা করবে। শহীদ সোহরাওয়ার্দী কলেজ ডিবেটিং ক্লাব দীর্ঘদিন ধরে কলেজে বুদ্ধিবৃত্তিক বিকাশ এবং যুক্তি চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন নেতৃত্বের অধীনে ক্লাবটি আরও সাফল্য অর্জন করবে বলে প্রত্যাশা করা যাচ্ছে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাবরিনা সুলতানা বলেন:
বিতর্ক ক্লাবটিকে প্রথম অবস্থায় আরও সক্রিয় করে তুলতে চাই। এই ক্লাবের মাধ্যমে ক্যাম্পাসের শিক্ষার্থীরা সামাজিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক কূটনীতি ইত্যাদি বিষয়ে যুক্তি ও বিশ্লেষণের মাধ্যমে নিজেদের মত প্রকাশ করতে পারবে—আমরা সেই প্ল্যাটফর্ম তৈরি করতে চাই। এছাড়া, জাতীয় পর্যায়ে বিতর্কে অংশ নেওয়ার ইচ্ছা রয়েছে।
নবনির্বাচিত সভাপতি আওলাদ জিসান বলেন:
যুক্তির লড়াইয়ে সত্যের মুক্তি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ডিবেটিং ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত করায় অধ্যক্ষ, উপাধ্যক্ষ, চিফ মডারেটর, মডারেটর ও সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আপনারা জানেন, একাডেমিক পড়াশোনার পাশাপাশি কো-কারিকুলার কার্যক্রম একজন শিক্ষার্থীর জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তেমনি বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা মুক্ত চিন্তার চর্চা করতে পারে, নিজেদের মেধাকে বিকশিত করতে পারে, নেতৃত্বের গুণাবলি অর্জন করতে পারে এবং আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।
মাহমুদুল হাসান
সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাস প্রতিনিধি