তানিম আহমদ, স্টাফ রিপোর্টার,
২১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রাত অনুমান ০২.০০ ঘটিকা হইতে সকাল ০৬.০০ ঘটিকার মধ্যে যেকোন সময় অজ্ঞাতনামা চোরেরা শ্রীমঙ্গল থানাধীন ০৫নং কালাপুর ইউপির অন্তর্গত ভৈরবগঞ্জ এলাকার শৈলেন্দ্র কান্তি দাশের বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙ্গে একটি নীল রংয়ের suzuki gixxer SF মোটর সাইকেল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় শৈলেন্দ্র কান্তি দাশ থানায় মামলা দায়ের করিলে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ও তদারকীতে তথ্য প্রযুক্তির সহায়তায় মোটর সাইকেলের অবস্থান সনাক্ত করিয়া পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোবারক হোসেন খানের নেতৃত্বে এসআই আব্দুর রহিম জিবানসহ থানা পুলিশের একটি টিম সিলেট শহরের মিরাবাজার এলাকায় অভিযান চালিয়ে আসামী মোঃ কামিল আহমদ (৩৫), পিতা-মোঃ সামছুল হক, সাং-চারিগ্রাম, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেটকে গ্রেফতার করে তাহার নিকট হইতে চুরি যাওয়া suzuki gixxer SF মোটর সাইকেলটি উদ্ধার করেন। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বিকাল বেলা শ্রীমঙ্গল শাহীবাগ এলাকা থেকে ঘটনায় জড়িত মোটর সাইকেল চোর ছালাম মিয়া (২৩), পিতা-ওয়াজেদ মিয়া, সাং-কালাপুর (গাজীপুর), থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করেন এবং শ্রীমঙ্গল আশিদ্রোন এলাকা থেকে অপর মোটর সাইকেল চোর মোঃ সুমন আহমদ (৩২), পিতা-মৃত আঃ মোতালেব, সাং-কালাপুর (গাজীপুর), হাং সাং-আশিদ্রোন, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
সরোয়ার হোসেন কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত