এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা সদর আমতলী এলাকায় অভিযান চালিয়ে দুই প্রাইভেট কার ভর্তি ৪০ কেজি গাঁজসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১ ও সিপিসি-২ এর একটি দল।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে জেলার আদর্শ সদর উপজেলার আমতলী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র্যাব সদস্যরা।
আটককৃত আসামিরা হলেন ঝালকাঠি জেলার সদর থানার বারইআরা গ্রামের মৃত আব্দুর রশিদ খান এর ছেলে মোঃ মহসিন (৫০), মাদারীপুর জেলার সদর থানার খাদনসি গ্রামের মৃত বাবুল তালুকদার এর ছেলে মোঃ রাজিব তালুকদার (৩১), একই জেলার রাজৈর থানার খালিয়া গ্রামের মোঃ কালাম মোল্লার ছেলে মোঃ নাঈম মোল্লা (৩৩) এবং পাবনা জেলার বেড়া থানার ঘোপশিলেনদা মোঃ হেলাল মোল্লার ছেলে আসাদুজ্জামান রাজু (রাজু মোল্লা) (৩৪)।
র্যাব সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল রবিবার ভোরে জেলার আদর্শ সদরের আমতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুই প্রাইভেটকার ভর্তি ৪০ কেজি গাজাসহ চার মাদক পাচারকারীকে আটক করে। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত দুটি প্রাইভেটকার জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, আটককৃত মাদক পাচারকারীরা র্যাব এর কাছে জিজ্ঞাসাবাদে জানায় যে তারা দীর্ঘদিন ধরে জব্দকৃত প্রাইভেটকার দুইটি ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঝালকাঠি, মাদারীপুর, পাবনা, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।
আটককৃত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে রবিবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
সরোয়ার হোসেন কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত