সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকাল সৌর্যোদয়ের সাথে সাথে সকাল ৮টায় কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অধ্যাপক ড. কাকলি মুখোপাধ্যায়ের নেতৃত্বে কালো ব্যাজ ধারণ করেন সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। তারপর প্রশাসনিক ভবনের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এ সময় কলেজটির পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালক, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, বিএনসিসি, রোভার স্কাউট, গার্লস গাইড, বাঁধন, সাংবাদিক সমিতি—তারপর একে একে কলেজটির প্রত্যেক বিভাগ থেকে বিভাগীয় চেয়ারম্যানসহ শিক্ষার্থীরা মিলে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি প্রকাশ করেন।
সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন সোহরাওয়ার্দী কলেজের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের আওয়াল স্যার। অনুষ্ঠান চলাকালীন সময়ে স্যার আমাদের বারবার মনে করিয়ে দিচ্ছিলেন মাতৃভাষার জন্য যেসব বীর শহীদ হয়েছেন, সেই সকল বীর শহীদের আত্মত্যাগের কথা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ দিবস ও মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয় এবং উপস্থিত সবাইকে মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানানো হয়।
মাহমুদুল হাসান
সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাস প্রতিনিধি