1. news@uthsoberalo.com : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@uthsoberalo.com : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো
  3. info@www.uthsoberalo.com : উৎসবের আলো :
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজায় নির্মম গণহত্যা-মানবতাবিরোধী আগ্রাসনের বিরুদ্ধে জয়পুরহাটে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। সদর উপজেলার কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়। গাজায় সংঘটিত হওয়া গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন। গাজীপুরে পল্লীমা মডেল স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত। জৈন্তাপুরে সাংবাদিকদের সাথে সেনা ক্যাম্প কমান্ডিং অফিসারের মতবিনিময়। রায়পুরায় ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ। কুমিল্লা নগরীর কেএফসি ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের, আটক-৩। মৌলভীবাজারে লুটপাট করে কেউ ছাড় পাবে না- পুলিশ সুপার। বীরগঞ্জে শয়ন কক্ষ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। বোচাগঞ্জে প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ)কে ফেসবুকে কটুক্তিকারী শুভজিৎ গ্রেফতার।

কৃষকরা ফসল উৎপাদন করছে বলে আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষক সমাবেশে এই কথা বলেছেন : এম এ সালাম।

উৎসবের আলো
  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

 

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে এক বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাখালগাছি আলিয়া মাদ্রাসা মাঠে রাখালগাছি ইউনিয়ন কৃষকদলের সভাপতি শেখ মোজাফফর হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও প্রধান সমন্বয় এম এ সালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা কৃষকদলের আহ্বায়ক সৈয়দ আসাফউদ্দৌলা জুয়েল, যুগ্ম আহ্বায়ক জগলুল আলম বুলু, সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক খান ফিরোজ, সদস্য সচিব হাওলাদার রফিকুল ইসলাম।

ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ আজম শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে খানপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বাবুল ফকির, রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সমন্বয়ক হাসান আল মামুন বাপ্পি, খান গোলজার হোসেন, শেখ সেলিম উদ্দিন, মাহফুজুর রহমান সেন্টু, আল মামুন টিপু, হাওলাদার কামরুল ইসলাম রোমান, হাওলাদার শওকত হোসেন, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, সাধারণ সম্পাদক আরিফ ঢালী’সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি’র নেতাকর্মী’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও প্রধান সমন্বয় এম এ সালাম তার বক্তব্যে বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির মেরুদন্ড। আমাদের জাতীয় অর্থনীতির সিংহভাগ কৃষি খাত থেকে আসে, কৃষকরা ফসল উৎপাদন করছে বলে আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষি খাতকে সমৃদ্ধ করার জন্য সারা বাংলাদেশে খাল খনন করার প্রকল্প হাতে নিয়েছিলেন এবং তিনি সবচেয়ে বেশি গুরুত্ব কৃষকদেরকেই দিয়ে গেছেন। খাদ্য ছাড়া কেউ বেঁচে থাকতে পারে না। আমরা কাজ করি, চাকরি করি সবকিছুই বেঁচে থাকার জন্য। আর এই খাদ্যের যোগান দিয়ে থাকেন কৃষকরা, তারা গ্রাম থেকে ফসল উৎপাদন করেন।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, ৫ই আগস্টের পরে বাংলাদেশে অনেক বিএনপি’র নেতা হয়েছে, যাদের গত ১৬ বছরে খুজে পাওয়া যায়নি। তারা এখন ফায়দা লোটার জন্য এসে বিএনপি সাজছে। এ সকল বিএনপি নেতাদের আপনারা জায়গা দিবেন না। আওয়ামী লীগ বিগত দিনে যা করে গেছে আমরা তা করব না। আমরা রাজনীতি করি দেশের উন্নয়নের জন্য, দেশ গড়ার জন্য, মানুষের কল্যাণের জন্য। অবশ্যই আমাদের সব সময় দেশের জনগণকে মূল্যায়ন করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট