এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লায় সারাদেশের ন্যায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টের সপ্তম দিনে পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ ও যৌথ বাহিনী।এ নিয়ে ৭ম দিনে ১৫ জনসহ ৬৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, অপরাধ দমনে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশের মতো কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ৭ম দিনের অভিযানে ১৫ জনসহ সর্বমোট ৬৬ জনকে গ্রেফতার করা হয়। অপরাধীদের গ্রেফতার করতে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।