মোস্তাক আহমেদ( বাবু) রংপুর,
(১১ফেব্রুয়ারি)মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সম্প্রতি রংপুরের পীরগঞ্জে মায়ের গলা কাটা মাথা উদ্ধারের পরের দিন,মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাকে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় ঃ ছুরি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ ফারুক। তিনি জানান,দেলোয়ারা বেগমকে হত্যার অভিযো- গের ভিত্তিতে গ্রেফতারকৃত আতিকুর রহমানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। রিমান্ডের ২য় দিনে জিজ্ঞাসাবাদে আতিকুর রহমানের স্বীকারোক্তি অনুযায়ী আজ সকাল সাড়ে ৯টার দিকে করতোয়া নদী থেকে একটি ছুরি উদ্ধার করা হয়।
উল্লেখো যে ঃ হত্যার শিকার হয়েছেন মোঃ দেলোয়ারা বেগম,তিনি নীলফামারীর জলঢাকা উপজেলার বাসিন্দা ছিলেন। এবং তার বিয়ে হয়েছিল গাইবান্ধার গোবিন্দগঞ্জে। বিয়ের কয়েক বছর পর স্বামী-স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হয়। দেলোয়ারার সঙ্গে বদনাপাড়া গ্রামের আতিকুর রহমানের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সেই সুবাদে তারা গ্রাম- গঞ্জে গানবাজনা করে বেড়াতেন। এবং মোঃ দেলোয়ারা বেগম হত্যার ঘটনায় পুলিশ আতিকুর রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পরে তার দেওয়া তথ্যমতে উপজে -লার করতোয়া নদীর টোংরারদহ থেকে দেলোয়ারা বেগমের খণ্ডিত মাথা,মাটি খুঁড়ে উদ্ধার করে পুলিশ ।
এ বিষয়ে অফিসার ইনচার্জ এম এ ফারুক বলেন ঃ
পরবর্তীতে পুনরায় জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আতিকুর রহমানের বাড়ির পেছনে বাগান থেকে,পুঁতে রাখা শিশু সায়মার মরদেহ উদ্ধার করা হয় বলে তিনি জানান।