হাবিবুর রহমান সম্রাট তালুকদার উপজেলা প্রতিনিধি
দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে টাঙ্গাইল ভূঞাপুর থেকে ২ জনকে আটক করেছে থানা পুলিশ। তারা দুই জনই আওয়ামী লীগের নেতা।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বাহাদীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন ও একই ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম রেজাউল করিম বলেন, অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে সোমবার দিবাগত রাতে বাহাদি পুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইন আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তাদের দুইজনকে টাঙ্গাইল সদর থানায় দায়ের হওয়া নাশকতা মামলায় গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে