আমান খন্দকার কুমিল্লা (বুড়িচং) প্রতিনিধি।।
কুমিল্লা বুড়িচংয়ে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে আইনজীবীসহ তিন আওয়ামীলীগ নেতাকে আটক করেছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় (ওসি) আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান পরিচালনাকালে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিরা হলেন বুড়িচং উপজেলার কৃমিল্লা জজকোর্টের আইনজীবী ও উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড.রেজাউল করিম খোকন, আ’ লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল করিম, মোকাম ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো.জামাল হোসেন কে আটক করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।তাদের মধ্যে রেজাউল ও জামালকে গতরাতে বুড়িচং থানা পুলিশ আটক করে, অপরজন আইনজীবী রেজাউল করিম খোকনকে কুমিল্লা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সদস্যরা আটক করে। মঙ্গলবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে দুইজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।