তানিম আহমদ, স্টাফ রিপোর্টার,
**আজকের মেগা ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন কারি দল- দুই লক্ষ টাকার প্রাইজ মানি “বালাগঞ্জ ফুটবল একাডেমি,সিলেট”* **আজকের মেগা ফাইনাল খেলায় রানার্সআপ কারি দল-এক লক্ষ টাকার প্রাইস মানি “জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি, হবিগঞ্জ”*০৯ ফেব্রুয়ারি ২০২৫,বাহারমর্দান সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে, বাহারমর্দান সমাজ কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত “এম. সাইফুর রহমান স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্ণামেন্ট-২০২৫” এর মেগা ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এড. রুহুল কবির রিজভী, সিনিয়র যুগ্ম মহাসচিব, বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব জি কে গউছ, সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। এম. নাসের রহমান, সাবেক সংসদ সদস্য, মৌলভীবাজার-৩ ও সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি, আরো অনেক নেতৃবৃন্দ এলাকার গণ্যমান্য মুরুব্বিয়ান উপস্থিত ছিলেন প্রমুখ।