মোঃখাদেমুল ইসলাম,
পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পুকুর থেকে ভাসমান অবস্থায় মর্জিনা বেগম (৬২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার শালবাহান ইউনিয়নের গড়িয়াগছ গ্রামে একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত মর্জিনা উপজেলার তেঁতুলিয়া সদর ইউনিয়নের জিয়ানগর গ্রামের মৃত শামসুল হকের স্ত্রী। তিনি মানসিক রোগী ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় ও পরিবারের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরেই মানসিক রোগে ভুগছিলেন মর্জিনা বেগম। সকালে বাড়ি থেকে বের হয়ে শালবাহান গড়িয়াগছ এলাকার ভাইয়ের বাড়িতে বেড়াতে যান। সেখানে যাওয়ার পর থেকেই নিখোঁজ হলে খোজাখুজি করা হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্ধ্যার দিকে গড়িয়াগছ গ্রামের স্বাস্থ্যকর্মী (অব.) লুৎফর রহমানের বাড়ির পাশের পুকুরে ওই নারীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।
সরোয়ার হোসেন কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত