জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার টেকনাফ ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ নিজস্ব গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় যে, নাফ নদীর তীরবর্তী জেলেপাড়া এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। পরবর্তীতে, তথ্য-উপাত্ত পর্যালোচনা করে ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ ব্যাটালিয়ন সদর এবং হ্নীলা বিওপি’র দুইটি বিশেষ অভিযানদল জেলেপাড়া এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক ০৩৩০ ঘটিকায় ০৩ জন ব্যক্তিকে নাফ নদীর অপর পার্শ্ব হতে সুকৌশলে সাঁতরিয়ে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে জেলেপাড়া এলাকার দিকে আসতে দেখে । আগে থেকেই ওঁত পেতে থাকা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা বাংলাদেশের অভ্যন্তরে জলসীমা হতে দ্রুত সবকিছু ফেলে আবার মায়ানমারের দিকে ফেরত চলে যায়। পরবর্তীতে অভিযান দল বর্ণিত এলাকায় অপরাধীদের খোঁজে তল্লাশীর সময় পানিতে ভাসতে থাকা তিনটি প্লাস্টিকের ব্যাগের ভিতরে (বিশেষভাবে মোড়কজাত) ২,২০,০০০ (দুই লক্ষ বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট
এবং ০১ বোতল বিদেশী মদ উদ্ধার করতে সমর্থ হলেও মাদক বহনকারী ব্যক্তিদের আটক করা সম্ভব হয়নি।
ব্যাটালিয়নের তত্ত্বাবধানে অপরাধীদের গ্রেফতারে অভিযান চলমান। অভিযান শেষে, প্রচলিত
আইন অনুযায়ী উদ্ধারকৃত মাদক যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।