1. news@uthsoberalo.com : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@uthsoberalo.com : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো
  3. info@www.uthsoberalo.com : উৎসবের আলো :
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে পল্লীমা মডেল স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত। জৈন্তাপুরে সাংবাদিকদের সাথে সেনা ক্যাম্প কমান্ডিং অফিসারের মতবিনিময়। রায়পুরায় ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ। কুমিল্লা নগরীর কেএফসি ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের, আটক-৩। মৌলভীবাজারে লুটপাট করে কেউ ছাড় পাবে না- পুলিশ সুপার। বীরগঞ্জে শয়ন কক্ষ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। বোচাগঞ্জে প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ)কে ফেসবুকে কটুক্তিকারী শুভজিৎ গ্রেফতার। ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে কচুয়া উপজেলা ছাত্র দলের বিক্ষোভ। চাঁপাইনবাবগঞ্জে ৫৯বিজিবি’র বিওপি’র উদ্বোধন। কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৩১ সদস্যের বিএনপির কমিটি ঘোষণা।

বাগেরহাটের মোরেলগঞ্জে শহীদ জিয়ার ৮৯ তম জন্মবার্ষিকীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ।

উৎসবের আলো
  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

 

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেনের নেতৃত্বে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মোরেলগঞ্জ ফেরিঘাট সংলগ্ন মারকায ওমর আল ফারুক (রা.) মাদ্রাসা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মোরেলগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিতারণী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মোঃ সিকদার ফরিদুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ফারুক হোসেন সামাদ, যুগ্ম আহ্বায়ক মোঃ আসাদুজ্জামান মিলন এবং মোরেলগঞ্জ পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ মাসুদ খান চুন্নু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুল আউয়াল, পৌর শ্রমিক দলের মসিউর রহমান জুয়েল, সাবেক উপজেলা শ্রমিক দলের আনোয়ার হোসেন মল্লিক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মনির শিকদার, পৌর সদস্য সচিব মেহেদী হাসান কুদ্দুস, পৌর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মাসুম ফকির ও সাংগঠনিক সম্পাদক মোঃ রমিজ উদ্দিন শেখ, বারইখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামীম হোসেন রমজানসহ স্থানীয় নেতাকর্মীরা।
বিতরণ কার্যক্রমের সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ সোহেল রায়হান।

বক্তারা বলেন, বিএনপি সব সময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তারা আরও বলেন, শীতার্তদের সহায়তা করা দলীয় নেতাকর্মীদের মানবিক দায়িত্ব, এবং এ ধরনের উদ্যোগ দলীয় আদর্শের অংশ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আয়োজিত এ উদ্যোগের মাধ্যমে শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এ সময় উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দলীয় নেতৃবৃন্দের প্রতি তাদের আন্তরিক ধন্যবাদ জানান।
এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট