1. news@uthsoberalo.com : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@uthsoberalo.com : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো
  3. info@www.uthsoberalo.com : উৎসবের আলো :
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে পল্লীমা মডেল স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত। জৈন্তাপুরে সাংবাদিকদের সাথে সেনা ক্যাম্প কমান্ডিং অফিসারের মতবিনিময়। রায়পুরায় ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ। কুমিল্লা নগরীর কেএফসি ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের, আটক-৩। মৌলভীবাজারে লুটপাট করে কেউ ছাড় পাবে না- পুলিশ সুপার। বীরগঞ্জে শয়ন কক্ষ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। বোচাগঞ্জে প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ)কে ফেসবুকে কটুক্তিকারী শুভজিৎ গ্রেফতার। ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে কচুয়া উপজেলা ছাত্র দলের বিক্ষোভ। চাঁপাইনবাবগঞ্জে ৫৯বিজিবি’র বিওপি’র উদ্বোধন। কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৩১ সদস্যের বিএনপির কমিটি ঘোষণা।

পাটগ্রামে ভুয়া সনদে ছাত্রলীগ কর্মীর চাকরি! বেতন তুলছেন ১ বছর ধরে।

উৎসবের আলো
  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

 

আব্দুস সামাদ
লালমনিরহাট জেলা প্রতিনিধি :

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসতী উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর পদে জাল সনদে চাকরি করার অভিযোগ উঠেছে কম্পিউটার ল্যাব অপারেটর আসাদুজ্জামান এর বিরুদ্ধে।

খোজখবর নিয়ে জানা গেছে, অভিযুক্ত ওয়াড আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাকির পুত্র ছাত্রলীগ কর্মী আসাদুজ্জামন গত ২৮/০৭/২০২২ সালে আওয়ামীলীগ সরকারের আমলে চাকরি নেন ধবলসতী উচ্চ বিদ্যালয়ে এবং ০১/০১/২০২৪ সালে বেতন ভুক্ত হন।

আব্দুল বাকি সাবেক সংসদ মোতাহার হোসেনের ঘনিষ্ট হওয়ায় এবং অভিযুক্ত আসাদুজ্জামান নিজে সদ্য নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী হওয়ায় ক্ষমতা দেখিয়ে নিয়ম বহির্ভূতভাবে চাকরি বাগিয়ে নেন। নিয়োগবিধি অনুযায়ী যোগ্যতা না থাকায় এক সেচ্ছাসেবকলীগ নেতার সহায়তায় মোটা অংকের টাকার বিনিময়ে  কম্পিউটার ডিপ্লোমা ইন্জিনিয়ারিং (আবশ্যক) জাল সনদ ম্যানেজ করে এমপিওভূক্ত হন। নীতিমালা অনুযায়ী কম্পিউটার ল্যাব অপারেটরের পদে  যোগ্যতা বিজ্ঞান বিভাগে এসএসসি ও কম্পিউটার আবশ্যক বিষয়সহ এইচএসসি  অথবা এসএসসি ও কম্পিউটারে চার বছর মেয়াদি কম্পিউটার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং।

সরজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, আসাদুজ্জামান ২০০৫ সালে বিজ্ঞান বিভাগে এসএসসি ও ২০০৮ সালে পাটগ্রাম বিএম কলেজ থেকে এইচএসসসি পাস করেন। এরপর এমপিওভূক্তির ক্ষেত্রে তিনি ২০১৬ সালের কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং একটি সনদ ব্যবহার করেন। যার রোল নং-৬৬৫০৬৮ এবং রেজিঃ নং-৬৮৪৪৫২ সেশন ২০১২-১৩। কিন্ত অনলাইনে সার্স দিয়ে এই সনদের কোন অস্তিত্ব মেলেনি। অভিযুক্তকে কোন কলেজ থেকে পাস করেছে এবং রেজাল্ট কি ব্জিজ্ঞাসা করা হলে তিনি বলতে পারেন নি।

এই বিষয়ে ধবলসতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, আমরা নিয়োগ সকল বিধি মেনে নিয়োগ দিয়েছি, নিয়োগের সময় সনদ অনলাইনে যাচাই করেছি কিন্ত বর্তমানে কেন অনলাইনে শো করছে না তা জানি না। আসাদুজ্জামানের কম্পিউটার ডিপ্লোমা কোসের এডমিট ও রেজিষ্ট্রেশন দেখতে চাইলে বেশ কয়েকদিন সময় নিয়েও তা দেখাতে পারে নি।

উক্ত নিয়োগ কমিটির সদস্য ছিলেন ৭ জন। নিয়োগ কমিটির প্রধান ছিলেন তৎকালীন ধবলসতী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব রবিউল ইসলাম; গোলাম কিবরিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার পাটগ্রাম ; আব্দুল জব্বার বসুনিয়া, প্রধান শিক্ষক পাটগ্রাম হুজুর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়; লতিফুল রেজ্জাক, সদস্য ম্যনেজিং কমিটি ধবলসতী উচ্চ বিদ্যালয়; তবিবর রহমান, সদস্য ম্যানেজিং কমিটি ধবলসতী উচ্চ বিদ্যালয়; মো: রোকনুজ্জামান আইসিটি শিক্ষক ধবলসতী উচ্চ বিদ্যালয় ও তৌহিদুল ইসলাম, প্রধান শিক্ষক ধবলসতী উচ্চ বিদ্যালয়।

নিয়োগ বিষয়ে তৎকালীন সভাপতি আলহাজ্ব রবিউল ইসলামের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, নিয়োগের সবকিছু করেছে শিক্ষা অফিসার আপনি ওনাকে জিজ্ঞেস করেন। নিয়োগের ব্যপারে অর্থনৈতিক লেনদেনের কথা জিজ্ঞেস করলে তিনি কিছু না বলে ফোন কেটে দেন।

বর্তমানে পাটগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অন্যত্র বদলি হওয়ায় এবং পাটগ্রাম মাধ্যমিক শিক্ষা অফিসে অতিরিক্ত দায়িত্ব থাকা আদিতমারী উপজেলা শিক্ষা অফিসার উপস্থিত না থাকায় এ বিষয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট