লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি ঃ চক্ষু রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই এবং চোখের রোগীদের চিকিৎসা প্রদান করা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির আয়োজনে এবং দিনাজপুর সাওসুল আজম বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগীতায় পীরগঞ্জ ডায়াবেটিস এন্ড জেনারেল হাসপাতালে চোখের ছানি অপারেশনের জন্য ১৩৫৪ জনের মধ্যে ১৭২ জনকে রোগীকে বাছাই করা হয়। এ সময় সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারওয়ার মিলন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, সাবেক কর কমিশনার ও রাষ্ট্র ভাবনা ও কাঙ্খিত বাংলাদেশের আহ্বায়ক আসাদুজ্জামান, সাউথ ইস্ট বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ও সাউথ কোরিয়ার সাবেক পিস এম্বাসেডর শাহ আলম, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলাম, পীরগঞ্জ ডায়াবেটিস এন্ড জেনারেল হাসপাতালের পরিচালক অধ্যাপক ফয়জুল ইসলাম, কোষাধ্যক্ষ সলেমান আলী সহ দিনাজপুর সাওসুল আজম বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। ছানি অপারেশনের জন্য বাছাই করা রোগীদের আগামী ১ ও ১০ ফেব্রুয়ারি ছানি অপারেশন করানো হবে।
সরোয়ার হোসেন কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত