উজ্জ্বল কুমার সরকার
নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর সাপাহার উপজেলায় প্রায় ৩ হাজার অসহায় শীতার্ত মানুষের মাঝে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে থেকে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় স্থানীয় জেলা পরিষদ ডাক বাংলো মাঠে উপজেলা বিএনপির সহ সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে আগামী সংসদ নির্বাচনে নওগাঁ-৪৬ এর -১ আসন (সাপাহার,পোরশা ও নিয়ামতপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহ আহম্মেদ মোজাম্মেল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক জাতীয় ঐক্য পরিষদ কেন্দ্রিয় কমিটির সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় কমিটির মামলা ও তথ্য সংরক্ষন কর্মকর্তা মো:সালাহ উদ্দীন খান পিপিএম, সাপাহার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম,যুগ্ন-সাধারন সম্পাদক সারোয়ার হোসেন চৌধুরী লাবু,উপজেলা যুবদল সাধারন সম্পাদক জয়নাল আবেদীন, সেচ্ছা সেবক দল আহব্বায়ক আক্কাস আলী, ছাত্রদল নেতা আবু হাসনাত প্রমূখ।
নওগাঁ #