হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে র্পূবশত্রুতার শোধ দিতে এক কৃষকের ৩শ' ফলন্ত লাউ ও মিস্টি কুমড়া গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা । বুধবার(২৯ জানুয়ারী) গভীর রাতে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বর্ষিবাওয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কৃষক বিপ্লব শিকদারের দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেছেন । নিকটস্থ পুলিশ ফাঁড়ি ইন চার্জ এস আই রবিউল ইসলাম ঘটনাস্থলে পরিদর্শন করে এ তথ্য নিশ্চিত করেছেন।
মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বর্ষিবাওয়া গ্রামের কৃষক বিপ্লব শিকদার জানান,৫ কাটা জমিতে তিনি ৩শ' লাউ ও কুমড়া গাছের চাষ করেন। গাছে ইতোমধ্যে ফলন দিতে শুরু হয়েছে। কিন্তু ঘটনার দিন গভীর রাতে কে বা কাহারা তার এসব গাছ কেটে ফেলে ।তবে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি ।
স্থানীয় বাসিন্দা শাহিন শিকদার, আসাদুল হক, মোজাম্মেল খলিফা, সোহেল শিকদার, লোকমান হাওলাদার বলেন, দুর্বৃত্তরা সবজি ক্ষেতের ফলন্ত গাছ কেটে ফেলেছে। যা সত্যিই অমানবিক । আমরা অপরাধীকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি ।
ফাঁড়ি ইন চার্জ এস আই রবিউল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । ক্ষতিগ্রস্থ কৃষকক্ে অভিযোগ দায়ের করার পরামর্শ দেওয়া হয়েছে।
সরোয়ার হোসেন কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত