জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার সদরের খুরুশকুল এলাকা থেকে ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-১৫, ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল। এসময় একজন মাদক কারবারীকে আটক করা হয়েছে। আটককৃত মাদক কারবারী হলেন-কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউপি, লেদা মৌলভী পাড়া এলাকার মৃত আবু তাহের এর ছেলে সৈয়দ আমিন (১৯)। গ্রেফতারকৃত বর্তমানে কক্সবাজার সদরের তারাবুনিয়ারছড়া, কবরস্থান রোড এলাকার বাসিন্দা।
কক্সবাজার পৌরসভাস্থ খুরুশকুল এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন একটি গোপন তথ্যের ভিত্তিতে ২৭ জানুয়ারি সোমবার বিকেলে র্যাবের একটি চৌকস আভিযানিক দল ঐ এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে সৈয়দ আমিন নামে একজন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয় এবং অপর একজন মাদক কারবারী পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিতি সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক গ্রেফতারকৃত মাদক কারবারীর দেহ তল্লাশী করে সর্বমোট ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে কক্সবাজার সদর মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।