এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে, চান্দিনা উপজেলা নির্বাহি অফিসার নাজিয়া হোসেন এর নেতৃত্বে সেনাবাহিনী চান্দিনা ক্যাম্পের সেনা সদস্যদের সহায়তায়, ডিএনসি কুমিল্লার সদস্যরা সোমবার ২৭জানুয়ারি সকালে কুমিল্লার চান্দিনা পৌরসভা এলাকায় মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। এসময় মহারং গ্রামস্থ বড় বাড়িতে সোহেল রানা (৩৫) এর বসত ঘরে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ৩০ পিছ ইয়াবাসহ মাদক বিক্রির নগদ ৩০ হাজার টাকা জব্দ করে। তৎক্ষনিক ভাবে আসামি সোহেল রানা (৩৫) কে গ্রেফতার করা হয়। অত:পর আসামী সোহেল রানার দেয়া তথ্য মতে একই গ্রামের জিন্নত আলী বাড়ীর ইব্রাহীম খলিল (৩৬) এর বসতঘর ঘেরাও করে তল্লাশি করে ২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। টাস্কফোর্স টিমের উপস্থিতি টের পেয়ে আসামী পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম ভূঁঞা বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেন।