এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা মহানগর ১৫ নং ওয়ার্ডে আজমল হোসেনকে সভাপতি মাইনুদ্দিন চিশতীকে সাধারণ সম্পাদক ও মনির হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে বিএনপির কমিটি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) মহানগর বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কুমিল্লা মহানগরীর ১৫নং ওয়ার্ডে সাদেকুল ইসলামকে সিনিয়র সহ সভাপতি পদে, মীর আজমল হোসেনকে সভাপতি, মাইনুদ্দিন চিশতিকে সাধারণ সম্পাদক, মো: মাইনুদ্দিনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মো: মনির হোসেনকে সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মহানগর বিএনপির দপ্তরের দায়িত্ব থাকা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম।
সরোয়ার হোসেন কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত