মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :
২০২৫ সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় মেধাবী ছাত্র মেহেরাজ হোসেন (রাফি) এর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বুধবার (২২ জানুয়ারী ) নোয়াখালী সেনবাগে হাজী মোকসুদুর রহমান মুসলিম উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২২ ব্যাচের মেধাবী ছাত্র মো: মেহেরাজ হোসেন (রাফি) ২০২৫ সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে হাজী মোকসুদুর রহমান মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শহিদুল আনোয়ার কামরুল এর সভাপতিত্বে সঞ্চালনা করেন, সহকারী শিক্ষক ফখরুদ্দিন মোবারক শাহ রিপন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬নং কাবিলপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানের মধ্যমণি এসএসসি-২০২২ ব্যাচের মেধাবী ছাত্র মো: মেহেরাজ হোসেন (রাফি) ২০২৫ সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে আরও উপস্থিত ছিলেন, বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গ, পরিচালনা পরিষদ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক,শিক্ষক, অভিভাবক ও ছাত্র ছাত্রীবৃন্দ।
এসময় সকলের প্রাণে যেন এক বাঁধভাঙা আনন্দের অনুভূতি প্রকাশ পাচ্ছে।