মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটে পাঁচবিবি উপজেলার হাটখোলা ঘোনাপাড়া সীমান্তে বিএসএফ এখনো সরে নেয়নি কাঁটাতারের বেড়া। তবে এলাকার পরিস্থিতি স্বাভাবিক।
বৃহস্পতিবার (২৩:জানুয়ারি) বুধবার দুপুরে জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক নাহিদ নেওয়াজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান সীমান্তের সীমান্তের আইন লঙ্ঘন করে বিএসএফরা কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে। এ গেল মঙ্গলবার বিকালে বিজিবি বিএসএফ পতাকা বৈঠকে বিএসএফ সদস্যরা কাঁটাতার সরিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছিলেন বিজেবিকে। বুধবার পর্যন্ত কাঁটাতার সরে না নেওয়ায় বিএসএফকে প্রতিবাদ লিপি পাঠিয়েছেন। বিএসএফরা জানিয়েছেন পরিদর্শন করে ব্যবস্থা নেবেন তারা। এ বিষয়ে বিএসএফের অধিনায়ক কখন কোন দিন পরিদর্শন করবেন তা জানাননি তারা।
গেল মঙ্গলবার সকালে ঘোনাপাড়া সীমান্তের ২৮১ পিলারের সাব ৩৩,৩৪ ও সাব পিলারে বিএসএফ সদস্যরা শূন্য লেখা থেকে ১০০ ফিটের মত কাঁটাতারের বেড়া দেয় তারা। এর আগে একই স্থানে গেল বছরে ১৯ অক্টোবর বিএসএফরা কাঁটাতারের বেরা দিলে বিজিবি বাধায় তা বন্ধ হয়ে যায়। বিএসএফের বারবার এমন আচরণে এলাকাবাসী ক্ষুব্ধ।
বর্তমানে সীমান্ত এলাকায় পরিস্থিতির স্বাভাবিক রয়েছে।