মোঃ লতিফুল ইসলাম (ফুল),বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বোচাগঞ্জে দুইদিন ধরে মিলছে না সূর্যের দেখা জনজীবন অতিষ্ট।কোথায় আছে মাঘের শীতে বাঘে কাঁপে এবার যেন তাই হতে যাচ্ছে বুধ ও বৃহস্পতিবার সূর্যের মুখ দেখা যায়নি এতে খেটে খাওয়া মানুষ ও পশু পাখি রা চরম দুর্ভোগে পড়েছে,দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরশহর সহ বোচাগঞ্জ উপজেলার কয়েকটি গ্রাম ঘুরে দেখা যায় আটগাঁও, বকুলতলা,সুলতানপু, তেতেরায় আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করছে মানুষ , এদিকে আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে তাপমাত্রা কমে শীত আরো শুক্রবার থেকে বাড়তে পারে,শীত আরো বাড়লে খেটে খাওয়া মানুষ চরম দুর্ভোগের শিকার হবে। এদিকে শিশু বৃদ্ধ বৃদ্ধারা হার কাঁপানো শীতে ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। দেখাগেছে পশুরাও শীত নিবারনের জন্য গরম জায়গা খুজে বেরাচ্ছে।