এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা চান্দিনা মাতৃভূমি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ রেদোয়ান আহমেদ ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল দশটায় রেদোয়ান আহমেদ ডিগ্রী কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন।
স্কুলের প্রধান শিক্ষক আকতার হোসেনের সন্চালনায় দিনব্যাপি ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। পরিশেষে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে অনুষ্ঠানের প্রধান অতিথি পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন মাতৃভূমি স্কুলের জেনারেল সেক্রেটারি কুমিল্লা মাতৃভূমি ফাউন্ডেশন ও ডিরেক্টর ফাইন্যান্স মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজ আকতার হোসেন, সিনিয়র অভিভাবক সভাপতি আনোয়ার হোসেন, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে মাতৃভূমি স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রিন্সিপাল আকতার হোসেন প্রতিবছরের ন্যায় এবছরও স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে শেষ হয়েছে। দিন শেষে বলতে চাই আপনাদের সকলের সহযোগিতায় দিনব্যাপি সুন্দর একটি অনুষ্ঠান সমাপ্তি করতে পেরেছি আগামীতে এর চেয়ে ভালো কিছু করার আশা রাখি বলে তিনি জানান।