রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের তীব্র শীতে ও হিমেল হাওয়ায় কাহিল হয়ে পড়েছে জনজীবন। নিম্ন আয়ের মানুষ ,পশুপাখি, গরু- ছাগল খেটে খাওয়াজনরা এ ঘটনা থেকে বাদ পড়েনি। তীব্র শীতের দাপটে মুখ থুবড়ে পড়েছে প্রতিটি প্রাণীর। কাহিল হয়ে পড়েছে মানুষের জীবনযাত্রা। থমকে গেছে জনপদ।তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রীতে উঠানামা করছে।
শিশু – বৃদ্ধ সকলেই অতি কষ্টে দিনাতিপাত করছে। বৃদ্ধ মহিলাদের আগুন পোহাতে দেখা যাচ্ছে। গরু ছাগলের গায়ে চট বা বস্তা লাগিয়ে ঘরের বাহিরে বের করা হচ্ছে। কুড়িগ্রাম আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন কুড়িগ্রামে তীব্রভাবে শীতের দাপট আরও তিন চার দিন থাকবে বলে কুড়িগ্রাম আবহাওয়া অফিসের বরাত দিয়ে জানানো হয়েছে।।
২০২৪ সালের শেষ লগ্ন থেকে ২০২৫ সালের প্রারম্ভে গণমানুষ সূর্যের কোন আলো দেখতে পারেনি বলে অগণিত জনগণ জানিয়েছে।