এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাজার এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল ৯ রাউন্ড গুলিসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) গভীর রাতে উপজেলার গৌরীপুর বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো: ইসহাক তুষার (২৪) উপজেলার ইলিয়টগঞ্জ এলাকার বাশরা গ্রামের আলমগীরের ছেলে ও মেহেদী হাসান রাজা (২২) গৌরীপুর এলাকার আবুল কাশেমের ছেলে।
থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে গৌরীপুর ইউনিয়নের আঙ্গাউড়া ভুলিরপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলসহ দুই তরুণকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে একটি ৭.৬২ পিস্তল, ৯ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুনায়েত চৌধুরী বলেন, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্য এবং নানান অপকর্মের সঙ্গে জড়িত ছিল। তাদের কাছে আরও অস্ত্র থাকতে পারে সেই বিষয়ে জানতে পুলিশ কাজ করছে। আটককৃত আসামিদের থানায় অস্ত্র আইনে মামলা দায়ের শেষে বুধবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।