মোস্তাক আহমেদ( বাবু) রংপুর
রংপুর বিভাগের মিঠাপুকুর ও পীরগাছায় যাকাত ফাউন্ডেশ -ন অব আমেরিকার অফিস কর্তৃক উদ্দ্যোগে ১০০টি টিউব- ওয়েল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সরজমিন গিয়ে জানা যায় ঃ যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা। বাংলাদেশ অফিস কর্তৃক রংপুর জেলার মিঠা- পুকুর এবং পীরগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের সামাজিক প্রতিষ্ঠান,মসজিদ,মাদ্রাসা,মন্দির হাট-বাজার এবং অসহায় হতদরিদ্র মানুষদের মধ্যে গতকাল বুধবার (২২ জানুয়ারি)নিজস্ব অর্থে টিউবওয়েল ক্রয় করে নিরাপদ পানি পানের উদ্দেশ্যে। এমন মানুষদের জন্য ১০০টি টিউব- ওয়েল স্থাপনের জন্য টিউবওয়েল ও প্রয়োজনীয় পাইপ বিতরণ করেন। যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ম্যানেজার ও সচিব। মোঃ মাহবুবুল হকে -র সভাপতিত্বে অনুষ্ঠিনে প্রধান অতিথি হিসেবে সে সময় উপস্থিত ছিলেন,মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে প্রশাসনের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত দিতেন। নিরাপদ পানি সংকট নিরসনে জাকাত ফাউন্ডেশের, এই মহতী,উদ্যোগ সকলের নিকট প্রশংসিত হয়েছে।
উল্লেখো যে ঃ উপকারভোগীরা জানান,তারা দীর্ঘদিন থেকে নিরাপদ পানির অভাবে রয়েছে,যাকাত ফাউন্ডেশনের উদ্যো -গে তাদের নিরাপদ পানির অভাব দূর হবে।
এবিষয়ে ঃ মিঠাপুকুর উপজেলার নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন বলেন। জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার এ উদ্দ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার। আমরা চাই এমন মহতী উদ্যোগের ফলে দেশের হতদরিদ্র মানুষদের মধ্যে। নিরাপদ পানি সরবরাহ করতে,যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার এমন কাজ অব্যাহত থাকুক।