মোঃ মামুন খান বরিশাল প্রতিনিধি
বরিশাল বাকেরগঞ্জে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রয়ুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা অডিটরিয়ামে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কমকর্তা মোঃ ওবায়দুল্লাহ, প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন।
উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় ও তাদের বিভিন্ন উদ্ভাবন নিয়ে কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।